বিবাহবিডি ডট কম এজেন্ট সার্ভিস প্রোগ্রামে আপনাকে স্বাগতম।
বিবাহবিডি ডট কম ফ্র্যাঞ্চাইজি এজেন্ট সার্ভিস প্রোগ্রামে আপনাকে স্বাগতম।
বিবাহবিডির নিবন্ধিত এজেন্ট হওয়ার জন্য একজন উদ্যোক্তা “নিবন্ধন ফরম” এর তথ্যগুলো পূরণ করে পাঠানোর পরবর্তী ১ ঘন্টা থেকে ২৪ ঘন্টার মধ্যে “বিবাহবিডি ডট কম এজেন্ট সার্ভিস” টিম আবেদনটি নিয়ে কাজ শুরু করবে।
“এজেন্ট সার্ভিস টিম” আবেদনকারীর যাবতীয় তথ্য ও তথ্যের সত্যতা যাচাই করে বিবাহবিডি ডট কম এর সার্ভিস, গোপনীয়তা ও শর্তাবলী সম্পর্কে আবেদনকারীকে অবগত করবেন এবং কোন জিজ্ঞাসা থাকলে তার উত্তর দিবেন।
চুড়ান্ত ভাবে নির্বাচিত “বিবাহবিডি ডট কম” এর এজেন্ট তিন দিনের সফল ট্রেনিং শেষে লিখিত অনুমোদন ও আইডি কার্ড নিয়ে নিজ এলাকায় / কমিউনিটিতে স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করবেন।
কিভাবে একজন প্রতিনিধি চুড়ান্ত হবে -
বিবাহবিডি ডট কম এরিয়া ভিত্তিক প্রতিনিধি বাছাইয়ে নুন্যতম এইচ এস সি পাশ ও ব্যক্তিত্ব সম্পন্ন প্রতিনিধিকে চুড়ান্ত করবে। এক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেয়া হবে যারা - মাইক্রোসফট অফিস, ইন্টারনেট ব্রাউজিং, ফটো এডিটিং এ পারদর্শী এবং যাদের অবশ্যই সার্বোক্ষনিক ইন্টারনেট সংযোগ সহ নিজের একটি ল্যাপটপ, স্মার্ট ফোন অথবা ট্যাব রয়েছে। আপনি যদি আমাদের এই প্রোগ্রামে আপনার মেধা, সময়, যোগ্যতা ও দক্ষতা বিনিয়োগ করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের এজেন্ট/প্রতিনিধি হওয়ার জন্য নিবন্ধন করুন।
আপনার নিবন্ধন সম্পূর্ন হলে আমাদের একাউন্ট ম্যানেজার আপনার প্রদত্ত তথ্য ও যাবতীয় ডকুমেন্টস এর সত্যতা যাচাই করে আপনাকে "বিবাহবিডি সার্ভিস ট্রেনিং" প্রদান করবেন এবং আপনার এজেন্ট একাউন্টটি সক্রিয় করবেন। আপনার একাউন্টটি সক্রিয় হবার পর আপনাকে নিজ এলাকায় এজেন্ট হিসাবে কাজ করার জন্য অনুমোদন দিবেন।